কুমিল্লার দাউদকান্দিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আলী ফরাজী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সুনো মিয়া ফরাজির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নিজ বাড়িতে কড়ই গাছের ডালা কাটছিলেন আব্দুল আলী ফরাজি। ওই সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে ছিলেন। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।