দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
শিক্ষকের মর্যাদা হানী হয় এমন কাজ যেন শিক্ষার্থীরা না করেন। ক্রীড়া- সাহিত্য- সংস্কৃতির মাঝে নিজের স্বাস্থ্য ও মনন বিকাশের পাশাপাশি নৈতিক মূল্য বোধের উপরও জোর দিতে হবে। প্রতিটা শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষা ও জ্ঞানার্জনে মানবিক ও নৎ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ওই বক্তব্য তুলে ধরেন।
দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান’র সভাপতিত্বে এবং শিক্ষক সালমা জামান পপি, শিক্ষার্থী জাকিয়া সুলতানা ও তাওসিন আহমেদ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম, সিনিয়র এএসপি (সার্কেল দেবীদ্বার- ব্রাক্ষমপাড়া) মোহাম্মদ শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সোস্যাল ইসলামী ব্যাংক দেবীদ্বার শাখার ম্যানেজার বেলাল হোসাইন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান (বাশার), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সিয়াম প্রমূখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা উপহার প্রদান করা হয়।