কুমিল্লার দেবীদ্বারের সাহারপাড়ে কৃষি জমিতে ধান আনতে গিয়ে মীম (১০) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছে। নিহত কিশোরী উপজেলার সাহারপাড় গ্রামের মোঃ ইমন মিয়ার কন্যা। সে সূর্যপুর কোটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২:৩০ মিনিটের সময় সাহারপাড় এলাকার কৃষি জমিতে ধান আনতে গেলে ঘটনাটি ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, নিহত মীম ও তার বাবা এবং নানা একসাথে কাটা ধান আনতে যায়। দুপুরে ধান আনার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন জানান, বজ্রপাতে নয় বজ্রপাতের আওয়াজ শুনে শিশু মীম স্ট্রোক করে মৃত্যু বরণ করে। এ বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, বজ্রপাতে এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষে থেকে ২০ হাজার টাকার একটি সরকারি অনুদান নিহতের পরিবারের হাতে পৌঁছে দেয়া হবে।