সাভার ঢাকা,প্রতিনিধি :
পোশাক কারখানা খোলা রেখে সাভারে যাত্রীবাহী যানবাহন বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। কাজে যাওয়ার সময় যানবাহন না পেয়ে তারা রাস্তায় বিক্ষোভ শুরু করেন।
সোমবার ( ২৮ শে জুন ) সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে সাভার রেডিও কলোনী ও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।
বিক্ষোভকারীরা বলেন – সকাল থেকে কারখানায় যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছি, কিন্তু গাড়ির অভাবে আমরা যেতে পারছি না। আমাদের কারখানা খোলা রেখে গাড়ি বন্ধ করলে আমরা কাজে যাবো কিভাবে ?
আমরা চাই কারখানা খোলা রাখলে আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে। না হয় গণপরিবহন চালু করতে হবে।
শ্রমিকরা আরো বলেন – তারা সাভারে বসবাস করে জিরানী, ইপিজেড, ফুলবাড়িয়া, হেমায়েতপুরের বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। আমাদের সকাল ৮ টার আগে কারখানায় পৌছাতে হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম বলেন – সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয় হয়েছে। বর্তমানে পণ্যবাহী সকল যান চলাচল স্বাভাবিক রয়েছে।