1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১ শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেবীদ্বারে ২০ ক্যান্সারে আক্রান্ত রোগী পেলেন আর্থিক সহযোগীতা দেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর দেবীদ্বারে বজ্রপাতে নিহত ১ আহত ৩ খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে- সফিকুর রহমান ডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিএনপির বিক্ষোভ বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুমিল্লায় বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক

দেবীদ্বারে ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে বাড়ছে কামারদের কর্ম ব্যস্ততা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫৪০ বার দেখা হয়েছে
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি:
কামার শালা গুলোতে টুং টাং শব্দেই যেন জানান দিচ্ছে, আর কিছুদিন পরেই ঈদুল আজহা। কোরবানির পশু জবাই ও মাংস সাইজ করতে ছুরি, চাপাতি, দা, বঁটি অত্যাবশ্যকীয়। সেগুলো সংগ্রহ এবং প্রস্তুত রাখতে এখন সবাই ব্যস্ত। আর এর উপকরণ তৈরি ও শান বা লবন-পানি দেয়ার কাজে প্রয়োজন কামারদের। পশু কোরবানির দা, ছুরি ও চাপাতিসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে এখন থেকেই মানুষ কামারপাড়ায় ঢু-মারছেন। আবার কেউ কেউ পুরানো সরঞ্জাম মেরামত অথবা শান দিয়ে নিচ্ছেন।
প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকটসহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। পাশাপাশি কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে বলেও জানান কার্মকাররা। বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠে এ শিল্প। শান দেয়া নতুন দা, বঁটি, ছুরি ও চাকু সাজিয়ে রাখা হয়েছে দোকানের সামনে। ভিতরে চলছে কাজ। দোকানের জ্বলন্ত আগুনের তাপে শরীর থেকে ঝরছে অবিরাম ঘাম। চোখেমুখে প্রচন্ড ক্লান্তির ছাপ। তবু থেমে নেই তারা। প্রতিদিন সকাল থেকে রাত অব্দি চলছে কাজের ব্যস্ততা।
দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের শের আলী জানান, বছরের অন্য দিনগুলোতে তেমন কাজ থাকে না। কিন্তু কোরবানির ঈদ এলে কাজের চাপ বেড়ে যায়। দিন-রাত কাজ করেও অবসর পাওয়া যায় না।
পোনরা বাজারের মনিরঞ্জন কর্মকার বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে এই কাজ করছি। ঈদকে সামনে রেখে পাইকারী দোকানদার ও খুচরা ক্রেতাদের কাছে এই সময়ে আমাদের কদর বেশ ভালই থাকে,তবে করোনার প্রভাবে এখনো পর্যন্ত সেই রকম কাজের চাপ না থাকলেও আশা করছি চাহিদা আরো বাড়বে। আগে এই সময়টা থেকেই চাহিদা মেটাতে হিমশিম খেতে হত। কারিগররা আরো জানান, কাঁচা-পাকা লোহা দিয়ে তৈরি করা হয় ধাতব যন্ত্রপাতি। তবে পাকা লোহার দা-ছুরির চাহিদা সবসময়ই বেশি থাকে এবং বেশি দামে বিক্রি হয়ে থাকে।
ঈদুল-আজহা সামনে রেখে দেবীদ্বার উপজেলার কামার দোকানগুলিতে মোটামুটি ব্যস্ত সময় পার করছে কর্মকাররা। এ উপজেলায় ১টি পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন রয়েছে। পৌর এলাকার পুরাতন বাজার, ফতেহাবাদ,পোনরা ও বারেরা বাজারসহ ইউনিয়নগুলির বড় প্রতিটি বাজারেই আছে কামারের দোকান। তবে উপজেলার মধ্যে একমাত্র ফতেহাবাাদেই আছে প্রায় দশটি কামারশালার একটি কামার পল্লি। কোরবানির ঈদ সামনে রেখে সেখানে লোহা আর হাতুড়ির শব্দে এখন আকাশ-বাতাস মুখরিত। এ পেশার মানুষ সারাবছর কমবেশি লোহার কাজ করলেও ঈদুল আজহা সামনে রেখে বৃদ্ধি পায় তাদের কর্ম ব্যস্ততা। ভোর থেকে শুরু করে রাত অবধি চলছে তাদের রকমারি কর্মযজ্ঞ।
কামাররা জানান, দা আকৃতি ও লোহাভেদে ২০০ থেকে  ৫০০টাকা, ছুরি ১০০ থেকে ৩০০ টাকা, চাকু প্রতিটি সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ টাকা, হাড় কোপানোর চাপাতি প্রতিটি ৩০০ থেকে ৮০০ টাকা এবং পুরানো দা,বটি,ছুড়ি শান দিতে বা লবন-পানি দিতে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত নেয়া হয়। শেষ পর্যন্ত করোনার প্রভাবে এবং লকডাউনের বিধি নিষেধে অনিশ্চিত বাজার নিয়ে শংকার মধ্য দিয়েই কাজ করে যাচ্ছে বাংলার এক সময়ের ঐতিহ্যবাহী জাত পেশার কারিগর কর্মকাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাদেবীদ্বারে ২০ ক্যান্সারে আক্রান্ত রোগী পেলেন আর্থিক সহযোগীতাদেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীরদেবীদ্বারে বজ্রপাতে নিহত ১ আহত ৩খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে- সফিকুর রহমানডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতারইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিএনপির বিক্ষোভবেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিতকুমিল্লায় বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক