1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনেকাটা পড়ে মা ছেলের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯১ বার দেখা হয়েছে
আব্দুল হক সরকার ( হোমনা-কুমিল্লা) প্রতিনিধি:
সন্তানকে বাচাঁতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী রেল ক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা হোমনার আব্দুল হক সরকার ও স্থানীয়রা জানান- রাতে হোমনা উপজেলার জয়পুর গ্রামের নিজ বাড়িতে এনে জানাযা ও দাফন করা হবে বলে জানা যায়। নিহতরা হলেন, কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার (২৬) ও তার ছেলে মো. আরিফ (৬)। আনোয়ার হোসেন জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম সাখাওয়াত হোসেনের ছোট ভাই। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিহত তাহমিনা আক্তার তার ছেলেকে নিয়ে টঙ্গী গাজীপুরের একটি কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়ার সময় টঙ্গী রেল ক্রসিংয়ে সামনে আরিফ তার মা তাহমিনার হাত থেকে ছুটে দৌড় দিয়ে প্লাটফরমের নিচে পড়ে যায় । সঙ্গে সঙ্গে ছেলেকে বাঁচাতে তাহমিনা ছুটে গিয়ে ছেলের উপর পড়লে মা ও ছেলে দু’জনেরই মৃত্যু হয় । টঙ্গী রেলওয়ে পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টঙ্গী হাসপাতালে প্রেরণ করেন । এদিকে মা ও ছেলের করুর মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০