মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
“মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ এবং সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদ, সাংবাদিক মাহবুব আলম আরিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুর রহমান, শিক্ষা অফিসার মোসাম্মৎ ফওজিয়া আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার।
আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় করনীয় বিভিন্ন প্রদর্শনী করা হয়।