সভায় প্রধান অতিথি বলেন- নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করলে কোন ভাবে ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক করতে হবে, জোড় করে কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার দিন নেই, নির্বাচন সুষ্ঠ করতে যা যা লাগে পুলিশ প্রশাসন অবশ্যই করবে তা করবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিজিবি এবং আনসার বাহিনীও মাঠে থাকবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন- আমার ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন, এই ইউনিয়নে কোন সহিংসতা করার সুযোগ নেই।
সভার বিশেষ অতিথি চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ বক্তব্যে বলেন- কেউ আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনে সহিংসতা করার কথা মাথায়ও রাখবেন না। যেই প্রার্থী সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হবেন তাদের অভিনন্দন আর কোন প্রার্থী নির্বাচনের দিন অন্যায় করবেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, আমরা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই।
অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন- নির্বাচনে কেউ সহিংসতা করবেন না, সহিংসতা করলে প্রতিরোধ করা হবে এবং যারা সহিংসতায় লিপ্ত হবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তিনি ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে বলেন আমরা ইউপি সদস্যরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে চাই।