আটককৃত মাদক কারবারিরা হলেন, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার মোঃ নবী হোসেনের ছেলে মোঃ মহিউদ্দিন ভূইয়া (৩৩) এবং মোঃ নেজামুল হকের ছেলে মোঃ নূরুল ইসলাম(১৯)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।