কুমিল্লার বরুড়া উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৯ চেয়ারম্যানদের মধ্যে ৬ জন শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান।শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম।
উল্লেখ্য যে, গত ২৮ নভেম্বর ২০২১ইং বরুড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬টি ইউনিয়ন পরিষদে কোন ধরনের সহিংসতা ঘটেনি তবে বাকি তিনটি ইউনিয়নে কেন্দ্র স্থগিত হয়ে যাওয়ায় পরবর্তীতে তিনটি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।