কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২দশমিক ২%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ৩৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২০জানুয়ারী বিকেল থেকে ২১জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৭২২জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হওয়ার মধ্যে কুমিল্লা সিটি ৮৫ জন,লাকসাম ৩০জন,লালমাই০১ জন,মনোহরগন্জ০১ জন,তিতাস ০২ জন,সদর দক্ষিণ০২ জন,বরুড়া ০৯জন, মেঘনায় ০৫জন।
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৯জন। এর মধ্যে নতুন করে মৃত্যু কুমিল্লা সিটি ০১ জন,লালমাই০১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ জন এর মধ্যে সুস্থ কুমিল্লা সিটি ১৫জন,লাকসাম ০৫ জন,বরুড়া ০৫ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ১৭৪জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।