নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ১৫মিনিটে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২১ফেব্রুয়ারি বিকেল থেকে ২২ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায়১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ৯৭৬জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেছেন ৯৭৯জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৯ হাজার ৭৮৫জন হয়ে
গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত কুমিল্লা সিটি ০৩জন,দেবীদ্বার ০২ জন,হোমনায় ০২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন এর মধ্যে কুমিল্লা সিটি ২০জন,ব্রাক্ষণপাড়া ২৯ জন,দেবীদ্বার ২৭ জন।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।