দেবীদ্বার: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা দেবীদ্বারে পুলিশের বিশেষ অভিযানে বুধবার রাতে ১২ শ পিচ ভারতীয় শাড়ি কাপড়,১১ কেজি গাঁজা ও একটি গাভীগরু সহ দুই মাদক ব্যবসায়ী ও দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। জব্দ করেছে একটি পিককাপ ভ্যান।
বৃহস্পতিবার সকালে থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন,এসআই মো. মাহবুবুর রহমান খাদিম,এসআই নুরুল ইসলাম ও এসআই চন্দন চন্দ্র দাস তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনাকালে জেলার চান্দিনা থানার তুলাতুলী গ্রাম থেকে গরু চোর,দেবীদ্বার বারুর থেকে ভারতীয় শাড়ি কাপড় চোরাকারবারি ও কাবিলপু গ্রামের ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক আনসার ক্যাম্পের সামনে থেকে ১১ কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দেবীদ্বার উপজেলার
জাফরাবাদ গ্রামের ( মনিপুর) মৃত আবুল হোসেন (মুন্সী)’র ছেলে শাহ পরান (২০)। ভারতীয় শাড়ি কাপড় চোরাকারবারী গ্রেফতারকৃত আসামী একই উপজেলার বারুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মো. মোস্তফা। ১১ কেজি গাঁজাসহ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুলচর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম ( ৩০) ও রংপুর জেলার পীরগাছা থানার কান্দিকাবিলা পাড়া গ্রামের মো. বাকি মিয়ার ছেলে, মো: আরেফিন মিয়া (২৩)।
পরে এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করিয়া বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান থানা পুলিশ।