আল আমিন কিবরিয়া :দেবীদ্বার | কুমিল্লা| সংবাদদাতা
কুমিল্লা দেবীদ্বার পৌর ৬নং ওয়ার্ডে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ওয়ার্ডের বালিবাড়ী ফকির বাড়ী মাজার সংলগ্ন মাঠে ওই ক্যাম্পে ২শ জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বালিবাড়ী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, মেসার্স ফকির ডেকোরেটর ও ফকির এন্টারপ্রাইজের পরিচারক গিয়াস উদ্দীন ফকিরের সার্বিক সহযোগীতায় আয়োজিত ওই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিতে সকাল থেকে ওয়ার্ডের বালিবাড়ী হামলাবাড়ী ও বারেরারচর থেকে সাধারণ নারী পুরুষ ও শিশু জড়ো হয়।
গিয়াস উদ্দীন ফকির জানান, আমাদের ওয়ার্ডের জনসাধারণের সুবিধার্থে আমি এই ফ্রী ক্যাম্পের আয়োজন করেছি। এই ক্যাম্পে প্রায় ২শ জনের উপরে সাধারণ মানুষ চিকিৎসা নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এমন জনকল্যাণমূলক কাজে ওয়ার্ডবাসীর পাশে থাকতে পেরে।