লিটন সরকার বাদল
রোববার দুপুর ১২টায় উপজেলার গোয়ালমারি ইউনিয়নের কালাইরকান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার সড়কের পাশে এলাকার শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেয়।
অভিযোগসূত্রে জানা যায়, চলতি মাসের ৭ অক্টোবর সন্ধ্যায় গোয়ালমারী বাজারে কলেজ শিক্ষার্থী মো.মাহফুজকে একা পেয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম করেন নাজমুল ও রাজুসহ তার সহযোগীরা।
এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর বোন ফরিদা আক্তার নাজমুলকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানয় একটি অভিযোগ দায়ের করেন।
মানববন্ধনে সাধারণ জনগণ রাস্তা অবরোধ করার ঘোষণা দিলে তাৎক্ষণিক খবর পেয়ে ছুটে আসেন দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়েজ ইকবাল।
এসময় তিনি এলাকাবাসিকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শিক্ষার্থী মাহফুজ ও প্রতিপক্ষের এক বয়োবৃদ্ধ আহতের ঘটনায় আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
পরে সার্কেল এএসপির আস্বস্ততায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘরে ফিরে যান।