নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় মনি আক্তার(২৪)নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বাবার বাড়িতে থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মনি আক্তার বরুড়া পৌরসভার পুরান কাদবা এলাকার আব্দুল জলিল মিয়ার মেয়ে ও শীলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে সেনা কর্মকর্তা ফজলে রাব্বীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে দীঘলগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে সেনা কর্মকর্তা ফজলে রাব্বির সাথে বিবাহ হয়। প্রথম দিকে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হলেও গত কয়েকদিন ধরে স্বামীর সাথে সম্পর্কের অবনতি ঘটলে গত বৃহস্পতিবার বাবার বাড়ি পুরান কাদবাতে চলে আসে। এতে অভিমান করে শনিবার বিকালে বাবার বাড়িতে থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
বরুড়া থানার এসআই আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাঁশের সুরতহাল তৈরী করে লাঁশ থানা নিয়ে আসছি। ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হবে। এ বিষয়ে বরুড়া থানা ওসি (তদন্ত) নাহিদ আহম্মেদ ঘটনার সত্যেতা নিশ্চিত করেন বলেন, লাঁশ থানায় আনা হয়েছে। কুমেকে পাঠানো প্রক্রিয়াধীন।