কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে হামলার শিকার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু। শনিবার (১৭ সেপ্টেম্বর)বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় হামলার শিকার হন তিনি। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। হামলায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেনও আহত হয়েছেন বলে জানা গেছে। বরকত উল্লাহ ভুলু নোয়াখালী থেকে ঢাকায় ফিরছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু শনিবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় অবস্থিত মক্কা হোটেলে বিরতি দেন। স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মক্কা হোটেলে চা-নাস্তা খাওয়ার সময় হঠাৎ তাদের উপর হামলা চালানো হয়। এতে বরকত উল্লাহ ভুলু এবং শরীফ হোসেন আহত হন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা সারওয়ার জাহান দোলন জানান,নোয়াখোলী থেকে ঢাকা যাওয়ার পথে বিপুলাসার বাজারে একটি চা দোকানে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেনসহ চা খাচ্ছিলেন। এমন সময় দুবৃত্তরা তার উপর হামলা চালায়।
তিনি জানান,স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জানান,তিনি কোনোরকম ইনফরমেশন ছাড়াই স্থানীয় মক্কা নামক হোটেলে এক বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানকে সাথে নিয়ে চা খাচ্ছিলেন। এসময় হামলা হয়েছে বলে শুনেছি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।