এ আর আহমেদ হোসাইন: দেবীদ্বার,কুমিল্লা
” সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ” ওই শ্লোগান কে সামনে রেখে আগামীকাল ৯ অক্টোবর ২০২২ইং তারিখ রোববার সারা দেশ ও বিশ্বজুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারি সূফি সম্রাট, বীর মুক্তিযোদ্ধা হযরত শাহ দেওয়ানবাগী (রহ.) এর মেঝু সাহেবজাদা প্রফেসর ড. কুদরত এ খোদা (মা: আ:) হুজুর কেবলার অনুমতিক্রমে ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা দেবীদ্বার পৌরসভার চাপানগর মরহুম ওয়াহেদ মোল্লার বাড়িতে আয়োজন করা হয়,আশেকে রাসূল (স.) মিলাদ ও মাহফিল। শুক্রবার বাদ মাগরিব থেকে রাত ১০ টা মোহাম্মদী ইসলামের শিক্ষা ও সংস্কার ও ঈদে মিলাদুন্নবী (সা) পালনের গুরুত্ব, তাৎপর্য তুলে ধরেন আলোচনা পেশ করেন দেশ বরেন্য ওলামা কেরাম মাইটিভি ও মোহনা টেলিভশনের ইসলামিক আলোচ্যক হযরতুল আল্লাম ছাব্বির আহমেদ ওসমানী। শুরুতে ফাতেহা শরীফ পাঠ করেন- দেওয়ানবাগ শরীফের ওলামা সদস্য হযরতুল আল্লাম হাফেজ মো. আবুল কালাম আজাদ,পরে মিলাদ ও দুরুদ শরীফ পাঠ করেন সাংবাদিক এ আর আহমেদ হোসাইন ও সাংবাদিক রুহুল আমিন হাজারী। বক্তার আলোচনা শুনে উপস্থিত ৫৮ জন লোক মোহাম্মদী ইসলামের তরিকা গ্রহন করে আশেকে রাসূল হন। পরে মরহুম আশেকে রাসূল ওয়াহেদ মোল্লার আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত শেষে প্রায় হাজারও মানুষের মাঝে তবারুক বিতরণ করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।