কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
রবিবার রাতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৩নং কলাদী পৌরসভার কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের থেকে একটি আইফোন-৭ প্লাস, নগদ ১১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঢাকির গাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে মো.রহুল আমিন (৩২) এবল একই এলাকার চরমুকন্দী গ্রামের মো. মোশারফ হোসেনর ছেলে কামরুল ইসলাম (৩৪)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় পুলিশ (পিবিআই) পরিচয় দিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের ফেরদৌসী বেগমের বসত ঘরে প্রবেশ করে ঘরের সদস্যদের মারধর করে ওয়ারড্রব ভেঙে নগদ দুই লাখ ৫৭ হাজার টাকা, চারটি আইফোন ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সাব-ইন্সপেক্টর সুদর্শন কান্তিদে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার রাতে দুই ডাকাতকে আটক করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, আসামীদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।