কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম (১৭নম্বর ওয়ার্ডে) ও লালমাই (১৪ নম্বর ওয়ার্ড) ১ ভোটে বিজয়ী হয়েছেন দুই প্রার্থী। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফলে এ তথ্য জানা গেছে। সোমবার(১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে ভোট শুরু হয়ে দুপুর ২টায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসারেরা।
চৌদ্দগ্রামের প্রিজাইডিং অফিসার মো. নাছির উদ্দিন জানিয়েছেন, চৌদ্দগ্রামে নির্বাচনে ১৮১ জন ভোটার। এরমধ্যে ভোট প্রদান করেনি ২ জন ভোটার। ঘোষিত ফলাফলে এক ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এমরামুল হক কামাল (ভার্ড কামাল)। টিউবওয়েল প্রতিকে তিনি পেয়েছেন ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিবুল আলম মজুমদার কানন বক প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট।
নির্বাচনে অন্যান্য প্রার্থীরা পেয়েছেন, কাজী জাফর (বৈদ্যুতিক পাখা) ৩৩ ভোট,ভিপি ফারুক আহমেদ মিয়াজী (অটোরিকশা) ২১ ভোট, জিএম জাহিদ হোসেন টিপু(তালা) ৭ ভোট, আবুল কালাম আজাদ (হাতি) ১ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে রহিমা আক্তার (ফুটবল) ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নাছরিন আক্তার (টেবিল ঘড়ি) পেয়েছেন ৭০ ভোট।
লালমাইয়ের প্রিজাইডিং অফিসার মো. জোনায়েদ কবির খান জানিয়েছেন, লালমাইয়ের ভোটার সংখ্যা ১১৮ জন। এই ওয়ার্ডে আমির হোসেন তালা প্রতীকে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বিল্লাল হোসেন ঘুড়ি প্রতীকে ১ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন। ওই কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছে।