নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মিজানুর রহমানের নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
মিজানুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার মাতা রেহানা বেগম একজন গৃহীনি। পিতা মাতার চার সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ সন্তান। ১৯৯৩ সালে বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি ও ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাহার বাড়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় দুর্গাপুর (ফকিরমুড়া)।