আইয়ুব আলী,হোমনা
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,পল্লী
উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,কৃষক হারুন অর রশিদ প্রমুখ।
পরে হোমনা পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের ১ হাজার ৬০০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে এ প্রণোদনা হিসেবে প্রতি কৃষককে গম, ভূট্টা,সরিষা, বাদাম পেয়াজ, মসুরী খেসারী ও সূর্য মূখী বীজ এবং এ এসপি সার এমওপি বিতরণ করা হয়।