কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় দীর্ঘদিন ধরে ভূয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারীর মূল হোতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে জেলা ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার(৩ জানুয়ারি) দুপুরে শাসনগাছা ফ্লাইওভার থেকে অটো করে একটি ফ্যামিলি কান্দিরপাড় যাওয়ার পথে হঠাৎ করে অটো থামিয়ে ছিনতাইকারী কামরুল হাসানসহ আরো দুই সহযোগী অটোতে ওঠে। নবীনগর থেকে আগত পরিবারের সদস্যদের ভূয়া ডিবি পরিচয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। ধর্মসাগরের পশ্চিম পাড়ে অটো থামিয়ে কাঁটার দেখিয়ে তাদের কাছ থেকে দুই জোড়া কানের দুল, দুইটি সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় উক্ত পরিবারের মহিলা সদস্যরা চিৎকার করলে জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল জয়নাল ও যাত্রীবাহী দুই সি এন জি ড্রাইভার পিছু নেয়। এমতাবস্থায় জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপু বিষয়টি দেখতে পেরে ছিনতাইকারী কামরুল হাসানকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইকারী কামরুল হাসান এর দুই সহযোগী ও অটো ড্রাইভার পালিয়ে যায় চানঁপুর হারুন স্কুলের বাসিন্দা নবী হোসেন হান্নান এর ছেলে কামরুল হাসান। ছিনতাইকারী কামরুলকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।