আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছ। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার রালী শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিদ্যুৎ ও পানি অবচয় রোধ করি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমা আহমাদ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ওসি মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম ও রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক
গোপাল ভৌমিক প্রমুখ। জানা গেছে, মেলায় ১৩ টি স্টল অংশ গ্রহণ করেন। পরে মেলায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্টল বিজয়ী এবং বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।