কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা মডেল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে সারা দেশের ৫০টি মডেল মসজিদের সাথে চান্দিনার মাধাইয়া-কলাগাঁও এলাকার দৃষ্টিনন্দন ওই মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতার পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চান্দিনা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
২০১৮ সালে ১২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। ওই মডেল মসজিদটির কাজ নির্মান কাজ ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তার সময় এবং নির্মাণ ব্যয় বাড়ানো হয়। সর্বশেষ ১৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই মসজিদটি সোমবার আনুষ্ঠানিক ভাবে পূর্ণতা পায়।
৩ তলা বিশিষ্ট মসজিদটিতে প্রতি ওয়াক্ত একই সাথে ৫০জন নারীসহ ৯শ মুসল্লী একই সাথে নামাজ আদায় করতে পারবেন। রয়েছে ইমাম ট্রেনিং সেন্টার, প্রতিবন্ধি প্রার্থনা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, ইসলামিক রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ম্যাসএডুকেশন কক্ষ,অটিজম কর্ণার,উপ-পরিচালকের কক্ষ, সভাকক্ষ সহ ৩২ সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাপস চন্দ্র শীল, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আরিফুর রহমান, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. সাহাবুদ্দীন খাঁন,দারোরা জামেয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আহমাদুল্লাহ্,ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী কাজী তৌহিদুল আলম মঈন,মাওলানা কেফায়েত উল্লাহ সহ বিভিন্ন জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লীগণ। অনুষ্ঠান সঞ্চালন করেন-ইসলামিক ফাউন্ডেশন চান্দিনা উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মাহবুব রহমান।